আপিল বোর্ডের দুজন মানুষের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, অনৈতিক পন্থা অবলম্বনের জন্য আজকের এই ভোগান্তি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদকের শপথ গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন চিত্রনায়ক জায়েদ খান।
শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে এফডিসির স্টাডি রুমের সামনের খোলা মাঠে এ শপথ অনুষ্ঠিত হয়। শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথবাক্য পাঠ করান। এ সময় আরও শপথ নেন সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। শপথ শেষে শিল্পী সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন সবাই। একই পদে দুজনকে শপথবাক্য পাঠ করানো যায় কি না, সংবাদকর্মীর এমন প্রশ্নের জবাবে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, তখন নিপুণ আক্তার বৈধ ছিলেন আর এখন জায়েদ খান। সুতরাং এটা কোনো সমস্যা না।