ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বিশ্ববাজারে সোনার দাম আবার পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে। সে জন্য দেশের বাজারেও সোনার দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার একলাফেই সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়েছে বাজুস।
দাম বাড়ানোর কারণে আজ থেকে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৭৮ হাজার ২৬৫ টাকায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সর্বোচ্চ দাম হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট। তখন প্রতি ভরি সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা।