ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাবে ভোটদানে বিরত ছিল সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মুখে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিতে এক সম্মেলনে ইউসেফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক। কিছুদিন সম্পর্ক ভালো থেকেছে, আবার এখন সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে। বিষয়টি নিয়ে আমাদের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।’
কয়েক দশক ধরে ওয়াশিংটনের কৌশলগত অংশীদার সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনা অবস্থান করছে। কিন্তু রাশিয়ার সঙ্গে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ক্রমবর্ধমান। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ইউক্রেন হামলা নিয়ে আনা নিন্দা প্রস্তাবে প্রস্তাবে ভোটদানে বিরত ছিল আরব আমিরাত। বর্তমানে দেশটি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।