কেন্দ্রীয় ও কন্ট্রোল কমিটির ৪৩ জনের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে সিপিবির দ্বাদশ জাতীয় কংগ্রসে। আগামী শুক্রবার (৪ মার্চ) নতুন এই কমিটির সদস্যদের বৈঠকে নির্ধারণ হবে দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। এর মধ্য দিয়ে বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দীর্ঘদিন পর দলের মূল দায়িত্ব থেকে বিদায় নেবেন বলে দলীয়সূত্র জানিয়েছে।
সিপিবিসূত্র জানায়, তৃতীয় দফায় সভাপতি পদে থাকার জন্য আনীত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব কংগ্রেসে নাকচ করে দেওয়া হয়। ফলে মুজাহিদুল ইসলাম তৃতীয় মেয়াদে সভাপতি হতে পারছেন না। তিন মেয়াদে সাধারণ সম্পাদকের হিসেবে থাকার পর দুই মেয়াদে সভাপতি ছিলেন তিনি। সেক্ষেত্রে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন কাউকে দেখা যেতে পারে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ সিবিপির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়।
সম্ভাব্যসূত্রগুলোর দাবি, সিপিবির নতুন দায়িত্বের ক্ষেত্রে মোহাম্মদ শাহ আলম, ডা. দিবালোক সিংহ, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, অধ্যাপক এম এম আকাশ আলোচনায় রয়েছেন। এর বাইরে আরও কয়েকজন নেতার নামও উঠে আসছে। যদিও সিপিবির দায়িত্বশীলরা বলছেন, কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে সবই ধারণাগত।
গোপন ব্যালটে সোমবার মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় ও কন্ট্রোল কমিটির নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সিপিবির দ্বাদশ কংগ্রেস। সেখানে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। সিপিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, পরবর্তী কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯ জন। যাদের মধ্যে কংগ্রেসে ৪৩ জন নির্বাচিত হবেন। অপর ছয় জন সদস্য পরবর্তী সময়ে কো-অপশন করে পূরণ করা হবে।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হচ্ছেন- মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, ডা. ফজলুর রহমান, সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার লাইলি, কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, আবিদ হোসেন, আইনুন নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মহসিন রেজা, মোতালেব মোল্লা, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামসুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আখতার, কাবেরী গায়েন, এএন রাশেদা, লুনা নূর, আসলাম খান ও মানবেন্দ্র দেব।
সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ৪ মার্চ কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন হবে। কেন্দ্রীয় কমিটি এটা করবে।’